মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫" উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ এর ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল হওয়ায়, খেলার পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দল বাছাই করা হয়। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত গোল্ডকাপ শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে ও নাচোল উপজেলাকে মূল্যবান সমাজ প্রতিষ্ঠা করতে এবং সম্পুর্ন নতুন প্রজন্ম ইয়াং ছেলেদের মূল্যবান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমরা বাছাই করা প্লিয়ার করেছি, যেন জেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ খেলা উপহার দিতে পারি এবং নাচোলের মূখ উজ্জ্বল করতে পারি এই প্রত্যয় নিয়ে প্রিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। দিনব্যাপী খেলা শেষে অন্যান্যো দলকে পরাজিত করে ফতেপুর এবং নাচোল ইউনিয়ন দল ফাইনালে সময়ের মধ্যে উভয় দলের ১-১ গোল হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে, নাচোল ইউপি দল ০-১ গোলে ফতেপুর ইউনিয়ন দলকে পরাজিত করে, জেলা পর্যায়ে গোল্ডকাপ চান্স পাওয়ার গৌরব অর্জন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত