1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ কলেজ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে আপাতত ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিএনপির নেতৃবৃন্দ কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী জয় বাংলা স্লোগান দেয়। এতে বিএনপির নেতৃবৃন্দসহ ওই যুবকরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কলেজ কর্তৃপক্ষ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, আমাদের ছাত্ররা কেন জয় বাংলা স্লোগান দেবে। তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস বর্জনসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী শনিবার শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট