1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

জয়পুরহাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার এলাকা থেকে শিমের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জাহিদুল দেওয়ানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

মঙ্গলবার রাতে আক্কেলপুর থানাধীন রায়কালী বাজার এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব কাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বুধবার সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুরে আক্কেলপুর থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের যোগীভিটা নামক মাঠে বন্ধককৃত জমিতে শিম চাষের মৌসুম শেষে শিমের বান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আসামিরা ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বুকে আঘাত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ওষুধের দোকান হতে ওষুধ সেবন করায়। পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি ঘটলে গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৪ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেলে রেফার্ড করেন। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ভিকটিম সিএনজিতে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভিকটিমের ছেলে মো. মোস্তফা (৪২) বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলা রুজুর পর থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে আক্কেলপুর থানাধীন রায়কালী বাজার এলাকা থেকে মো. জাহিদুল দেওয়ানকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট