1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপি’র মনোনয়ন চান- ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি :

১৯৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক,লড়াক সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী পরিবারের সন্তান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই , এলাকার কৃতি সন্তান, একজন নিবেদিতপ্রাণ প্রকৌশলী, সেবক ও রাজনৈতিক কৌশলবিদ হিসেবে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ বলেন, স্বৈরাচার হাসিনা আন্দোলন দমাতে পাগল পারা হয়ে উঠেছিলেন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে অবশেষে ৫ আগষ্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তিনি জুলাই গণঅভ্যুত্থান শহীদ, আহত ও বীর যোদ্ধাদের গভীর ভাবে স্মরণ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলাম। সরকার পতনের পর থেকে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এলাকায় প্রায় প্রতিটি মানুষের সাথে কথা বলে গণসংযোগ করে, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি, রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দিতে সক্ষম হয়েছি। মনোনয়নের দাবি তুলেছি দল আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগীতা করবেন। আমি শাসক না আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমার সর্ব প্রথম কাজ হবে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে যাবতীয় কাজ করাই আমার লক্ষ্য। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় সেই ক্ষেত্রে এলাকার মানুষের হয়ে হয়ে মাঠে অগ্রণী ভূমিকা রাখা হবে।

তিনি সাংবাদিকের এক প্রশ্নে জবাবে বলেন, আমি আসন্ন জাতীয় নির্বাচন ৪৪” চাঁপাইনবাবগঞ্জ দুই নাচোল -গোস্তাপুর -ভোলাহাট হতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আমার উদ্দেশ্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে রাজনৈতিক কৌশল প্রাণয়নে অবদান রাখা, যার মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপটকে রূপান্তরিত করে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে গণভিত্তি অর্জন নিশ্চিত করা। বিশেষভাবে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি কে বিশদভাবে ব্যাখ্যা ও জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করা। দেশপ্রেম ও ন্যায়বোধ দ্বারা চালিত করে পথ চলা। আমি ১৯৯৩ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্ন করেছি এবং ১৯৯৪ সালে এলজিইডি তে উপজেলা প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করি, পরবর্তী আট বছরে তিনি বিভিন্ন উপজেলায় ও জেলা পর্যায়ে প্রকৌশলী হিসেবে কাজ করি, গ্রামীণ বাংলাদেশের পরিকাঠামো গড়ে তুলি। ২০০২ সালে উচ্চতর শিক্ষার জন্য কানাডা যায়। মান্ট্রিয়ালের কনকার্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম ইঞ্জি. সম্পূর্ণ করি এবং পরবর্তীতে ইউনিভার্সিটির অফ আলবার্টা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করি, কানাডায় বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করি। প্রকৌশল, অবকাঠামো এবং শাসন ব্যবস্থা নিয়ে কাজ আমাকে উচ্চপর্যায়ে কৌশলগত দক্ষতা ও মানসিক দৃষ্টিভঙ্গির জন্য স্বীকৃতি এনে দেয়।
২০২০ সালে বিদেশে অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেশকে সেবা দেওয়ার অঙ্গীকারে বাংলাদেশে ফিরে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চারিত্রিক ও আদর্শিক বৈশিষ্ট্য ধারণা সদা। ম্যাডাম খালেদা জিয়া কর্তৃক প্রদর্শিত গণতান্ত্রিক মূলবোধ ও ইস্পাত কঠিন দেশপ্রেম উদ্বুদ্ধ এবং প্রাকৃতিকভাবে নেতৃত্বে গুণ সম্পন্ন এমদাদ দল গঠনে, আস্থা অর্জনে এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত। এবং নেতৃত্বে মানবিকতা, দেশাত্মবোধ ভিত্তিক আদর্শ এবং জনসেবার প্রতি গভীর নিষ্ঠার উপর ভিত্তি করে গড়ে উঠেছি। (১৯৯২ -১৯৯৩) জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আহসুন্নাহ হল ইউনিট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৯৯২ -১৯৯৩ কেন্দ্রীয় কমিটি মেম্বার জাতীয়তাবাদী ছাত্রদল আহসানউল্লাহ হল বুয়েট শাখা। ১৯৯২ – ৯৩ সহ-সভাপতি ভিপি, আহসানউল্লাহ হল, এছাড়া অনেক সময় বিভিন্ন পদে নিয়োজিত ছিলাম।

তিনি আরো বলেন, বিএনপি একটি বড় দল একাধিক প্রার্থী থাকবে, একটি বৃহত্তর দলে এটাই স্বাভাবিক “ধানের শীষ” যাকে দেবে তার হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমি ছাড়া ও মনোনয়নের দৌড়ে প্রায় একডর্জন প্রার্থী রয়েছেন। নিজেদের মধ্যে কাঁদা না ছিটিয়ে এক কাতারে এসে এই নির্বাচনী আসন উদ্ধার করতে হবে। কারন চাঁপাইনবাবগঞ্জ-২ বিএনপির ঘাঁটি সেটা আবারো প্রমাণ করার জন্য সাধারণ মানুষের সাথে মিশে ভালো কাজ করতে হবে। কোনক্রমেই দখলবাজি, মারাপিট, হানাহানি করা যাবে না। আমি আশা করি নির্ধারিত সময়ে বর্তমান সরকার নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণ কে বুঝিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশে অস্থিতিশীলতা কাটবে না। নির্বাচন দিতে যত দেরি হবে ফ্যাসিবাদরা নানা ভাবে যড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য করে পরিবেশ সৃষ্টি করবে।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই মেধাবী, সৃষ্টিশীল নেতৃত্বে ইমদাদুল হক মাসুদ সম্পর্কে সাধারণ স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, মাসুদ আমাদের ঘরের ছেলে তার পরিশ্রম, মেধা, বিনয়ী ও সদাহস্যজ্বল ছেলেটি আমাদের অনেক প্রিয়। তার বাবার মত মানুষকে ভালবাসতে শিখেছে। তার মতো সাহসী, সৎ ও পরশ্রমী যদি তার দল মূল্যায়ন করে তাহলে আমরা হবো সৌভাগ্যবান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের তৃণমূল বিএনপির অনেকে জানান, ৫ই আগস্ট ছাত্র-জনতা তীব্র আন্দোলনের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকারের প্রধান হাসিনা ও তার দোসর  রাঘব বোয়াল দালালেরা। দেশের অর্থনীতিকে তারা লুটপাটের মাধ্যমে বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায়। আবার তারা দেশকে নিয়ে বিভিন্ন দেশ-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসকে ধ্বংস করতে তারা তাদের প্রভুদের দ্বারে -দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এমন একটা বিশৃঙ্খল অবস্থানে দেশের মানুষ বিএনপির উপর অনেকটাই আস্থা রেখেছে। বিএনপি’র পাশে শক্তি এখন সাধারণ জনগণ তাই এই জনশক্তিকে কাজে লাগিয়ে মাসুদ ত্যাগী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পরিক্ষিত সৈনিকের দলীয় মনোনয়ন দিলে সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে ব্যাপক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা মনে করেন। এবং সফল হবে ছাত্র-জনতা মহান আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এর মত ত্যাগী নেতারাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। তাই চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাধারণ অসহায় মেহনতি মানুষের প্রাণের দাবি মাসুদকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনীত দিয়ে সঠিক সেবার মান জনতার দৌড়গোড়ায় পৌঁছে বিএনপির নীতি নির্ধারকেরা ব্যবস্থা করবেন বলে আশাবাদী তারা।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মা মাটি ও মানুষের ভালবাসার ছেলে মাসুদ, তাকে নেতা হিসেবে নয় নিজের ঘরের ছেলে মনে করেন বলে উক্তি করেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট