ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ শহরের জোড়বাগানে দুই শতাধিক পরিবারকে অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘উচ্ছেদ বন্ধ চাই, আবাসন পূর্ণবাসন চাই’ দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচির আয়োজন করে জোড়বাগানের ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনে চাঁপাইনবাগগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম জার্জিস ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদিউল হক রঞ্জু সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ জায়গায় বসবাস করছি। এখন ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে প্রশাসনের সহায়তায় আমাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। আমরা কোথায় যাবো? সরকার যদি সত্যিই আমাদের উচ্ছেদ করতে চায়, তবে আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, উচ্ছেদ নয়, পূর্ণবাসন চাই। ভূমিদস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। প্রশাসনের কাছে জোর দাবি, অবিলম্বে এ উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে হবে। মানববন্ধনে পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন শেষ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত