1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাস চালক ও শ্রমিকদের মধ্যে মারামারির জেরে টানা দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী এলাকায় দুই জেলার বাসচালক ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধরের অভিযোগ ওঠে রাজশাহীর শ্রমিকদের বিরুদ্ধে। পরবর্তীতে পাল্টা প্রতিশোধ হিসেবে রাজশাহীর এক চালককেও মারধর করা হয় বলে দাবি তাদের পক্ষের।

এ ঘটনার পর থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প যানবাহন ব্যবহার করছেন। অটোরিকশা, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাসে অতিরিক্ত ভাড়া গুনে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর এলাকার বাসিন্দা ফয়সাল বলেন, “শ্রমিকদের যে কোনো সমস্যা হলেই তারা গাড়ি বন্ধ করে দেয়। আর কষ্ট করতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের। আমরা অসহায় তাদের কাছে।”

রশিদ নামে অপর এক যাত্রী বলেন, “সরকারের উচিত এই ধরনের বিষয় কঠোরভাবে দেখভাল করা। শ্রমিকদের সমস্যা তারা মিটাবে, কিন্তু সাধারণ মানুষকে কেন তার খেসারত দিতে হবে?”

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম জানান, “আমরা যাত্রীদের কষ্ট দিতে চাই না। তবে দুই জেলার শ্রমিকদের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তার সমাধান না হলে চালকরা বাস চালাতে রাজি হচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধান করে রুটে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যার আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট