নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজিত বর্ষাকালাীন ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন (২০২৫ইং) করা হয়েছে । মঙ্গলবার বিকেল ৪ টায় রেল স্টেশন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে হাজারো দর্শকের উপস্থিতিতে শুভ উদ্বোধনে খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২ প্রধান পৃষ্ঠপোষক, আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম , উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড সদস্য শাজাহান আলী, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি , মনিরুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক বজলুর রহমান, নাচোল উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল,নাচোল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তোহুজ্জান তুষার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
খেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুন আহবায়ক তন্ময় আহমেদ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে।
উদ্বোধনী খেলায় রাজশাহী গুড়িপাড়া ফুটবল দল ট্রাইবেকারে ০১-০ গোলে গোমস্তাপুর ফুটবল দল পরাজিত করেন।