মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে মের্সাস ঢাকা ইলেকট্রনিকস এর শোরুমে ফ্রিজ কিনে এক তরুন গরু জিতলো।
২৯ তারিখ বৃহস্পতিবার সন্ধায় মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স এর শোরুম থেকে একটি ফ্রিজ কিনেন মোঃ আশরাফুল হক, ফ্রিজের সাথে অফারে থাকা স্কাচ কার্ড সবার মতই আশরাফুল হকও পান তিনি স্কাচ কার্ড টি ঘশে দেখেন তিনি গরু জিতেছেন।
এ বিষয়ে, মের্সাস ঢাকা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মাইনুল ইসলাম বাচ্চু জানান, আমাদের মহিপুর মোড়ে আমার শোরুমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে বিশাল অফার ও ফ্রিজ কিনুন গরু জিতুন, তারই অংশ হিসেবে, মো আশরাফুল হক আসেন আমার শোরুমে ফ্রিজ কেনার জন্য, তিনি আসার পর ফ্রিজ দেখেন এবং তারপর পছন্দ হয় আমাদের মিনিস্টার এম ১৬৫ লিটার ফ্রিজটি, তিনি সেই ফ্রিজ টি ক্রয় করে, আমি ফ্রিজের সাথে থাকা অফার যেমন মূল্য হতে ১২% ডিসকাউন্ট সাথে ১ টি সিলিং ফ্যান, এবং একটি স্কাচ কার্ড বুঝিয়ে দিই, এর পর তিনি স্কাচ কার্ড ঘসে দেখেন যে, তিনি মো আশরাফুল হক গরু জিতেছেন।
মাইনুল ইসলাম বাচ্চু আরো বলেন, আমার শোরুমে অফার চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, ফ্রিজ কিনুন হাম্বা/ গরু জিতুন, তাই আপনার দেরি না করে অফার মিস না করে আশরাফুল হকের মত করে আপনারাও জিতে নিন গরু আর চলে আসুন মের্সাস ঢাকা ইলেকট্রনিকসে।
মো আশরাফুল হক কে তার পুরস্কার তুলে দেওয়া হবে শনিবার বিকেলে।