ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
বিদেশে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত প্রতারক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল ১২ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা। এসময় প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে প্রতারককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত