সম্পূর্ণ নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী সবুজ সংঘ ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ আশরাফুল ইসলাম মারুফ সর্দারের সভাপতিত্বে, ও রিপন আলীর সঞ্চালনায়, খেলা অনুষ্ঠিত হয়, এতে হোগলা সততা ক্লাব ও লহলামারী সবুজ সংঘ ক্লাব অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস, মেডিসিন ও রূদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জহির রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাব উদ্দীন, কাইয়ুম রেজা (সুখন) মোঃ নূরুল ইসলাম, আবুল বাশার, শহীদ হাবিবউল্লাহ আল মাহমুদ, চককীত্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাক্ষারুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য শামিম রেজা প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন পিন্ট ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন। যাদের অক্লান্ত পরিশ্রমে খেলাটি অনুষ্ঠিত হয়, সুলতানুল আরিফিন সিজার (ভুটু) মোঃ আনোয়ার হোসেন, মোঃ নিয়ায়ত আলী মাষ্টার, মোঃ সাদ্দাম হোসেন, রিপন আলী, তৌহিদ আলী, জাহীদ হাসান, মতিজুল ইসলামসহ আরো অনেকে। খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি প্রদান করেন, মোঃ আকতার হোসেন, উপজেলা পকৌশলী এলজিইডি লালমনিরহাট, এবং রানার্স আপ প্রাইজমানি প্রদান করেন, চককীত্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ মোফাক্ষারুল ইসলাম। খেলায় রেফারির দ্বায়িত্ব ছিলেন, সাবেক ভলিবল প্লেয়ার, কানসাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলঃ জাহাঙ্গীর আলম মাষ্টার, এবং মমিনুল ইসলাম পান্না। এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ মামুনুর রশিদ, আলী হায়দার, নাঈম ইসলাম, ও পিয়াশ আহমেদ। ৮১ পয়েন্টর খেলায় লহলামারী সবুজ সংঘ ক্লাব ৭৭ এবং হোগলা সততা ক্লাব, ৮১ পয়েন্ট অর্জন করেন, এতে ৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হন হোগলা সততা ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে, ১৮,০০০/- হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি, ও রানার্স আপ দলকে ১২,০০০/- টাকা ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।