নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্মাণাধীন একটি রাস্তায় পিচ ঢালাইয়ের একদিন পরই তা উঠে যেতে শুরু করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, নিম্নমানের কাজ ও যথাযথ তদারকির অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তার কাজের মান নিয়ে বারবার প্রশ্ন তুললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।