1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবসে আলোচনা সভা

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে এহেড ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকলে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলওয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাক আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন। সভা সঞ্চালনা করেন সিডা, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি মো. আফসার আলী।

সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক শওকত আলী, ডেমোক্রেসি ওয়াচ আস্থা জেলার সমন্বয়কারী রেজাউল করিম, আস্থা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আল-আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তাঁরা বলেন, ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ও পৃথিবীকে রক্ষা করে। কিন্তু মানুষের অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই স্তর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, যা মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ। কাজেই ওজোন স্তর সুরক্ষায় বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট