নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার ও প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং এর প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পর এই স্বীকৃতি পেলেন ইউনিয়নবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্যবিবাহকে শুধু একটি বেআইনি কাজ নয়, বরং কিশোর-কিশোরীদের জীবন, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এই অভিশাপ থেকে মুক্ত থাকতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
ছত্রাজিতপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি বলেন, তাঁর ইউনিয়নে কোনোভাবেই বাল্যবিবাহ মেনে নেওয়া হবে না। যদি কোনো পরিবার বাল্যবিবাহ দেয়, তবে তাদের বিরুদ্ধে দুই বছরের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন, বাল্যবিবাহ প্রতিরোধে যারা সক্রিয়ভাবে কাজ করবে, ইউনিয়ন তাদের পুরস্কৃত করবে।
এই প্রকল্পের আওতায় ৩ হাজারের বেশি কিশোর-কিশোরী এবং তাদের পরিবারকে সরাসরি সচেতন করা হয়েছে। এছাড়াও গ্রাম্য আদালত, সামাজিক সংগঠন ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় বাল্যবিবাহ রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে।
ঘোষণার পর উপস্থিত সবাই ছত্রাজিতপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রাখার এবং এই অর্জন ধরে রাখার অঙ্গীকার করেন। তাঁরা সম্মিলিতভাবে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত