1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে হালনাগাদের সময় বাদ পড়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত শুরু হয়েছে

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত কার্যক্রম শুরু হয়েছে। গত ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কার্যক্রমটি আগামী ২১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অথবা স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়ার জন্যও তথ্য সংগ্রহ করা হবে।

জানা যায় , ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটারদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে, according to the Bangladesh Election Commission। তাই, মৃত ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে।

গোমস্তাপুর উপজেলার( ভারপ্রাপ্ত) নির্বাচন অফিসার রবিউল আওয়াল জানান, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আগামী ২১ আগষ্টের ভিতরে দরখাস্ত করার জন্য জানাচ্ছি।

তিনি আরো জানান যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে পারেন নি; তারা আগামী ২১ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে আবেদন করার জন্য জানাচ্ছি।

প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্মনিবন্ধন এর একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট