মফিজ আহমেদ নাদিম , (গোমস্তাপুর) চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু.যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চল পরিচালকের কার্যালয়ের ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন, দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আল মনসুর রহমান, অভিভাবক মনিরুল ইসলাম, শিক্ষার্থী নিশাত আনজুম, মনিরুল হোসেন মুন্না প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।