1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের( বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার(২৮ আগষ্ট ) দুপুরে তিনি উপজেলার রহনপুর পৌর এলাকার মকরমপুর বালুঘাটে পুনর্ভবা-মহানন্দা নদীর মিলনস্থল পরিদর্শন করেন।পরে বিএমডিএর গোমস্তাপুর জোনের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। বিকেলে রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন। সেখানে বিএমডিএ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের
মহাপরিচালক ছাইফুল আলম,কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান। বক্তব্য রাখেন,কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলমসহ অন্যরা।প্রসঙ্গত: বৃহস্পতিবার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটের কারণে পুনর্ভবা নদী থেকে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে গোমস্তপুর উপজেলার রহনপুর ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সেচের পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা উপকৃত হবে বলে বিএমডিএ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট