গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর রহনপুর পৌর এলাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় পত্রিকাটির ৫০ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ। কেক কর্তনের পর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.নুরুল ইসলাম সেন্টু
রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ড.মিজানুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, প্রবীন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, ব্যবসায়ি নেতা নাজমুল হুদা খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা,সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েল, নুর মোহাম্মদ সামিরুল ইসলাম আলাউদ্দিন পারভেজ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।