মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন (সজীব) (১৩) নামের একজন মাদ্রাসার ছাত্রের কলেজের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের, গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
উল্লেখ্য তাজকিন গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার একজন ছাত্র। তিনি মাদ্রাসায় থাকতেন সোমবার আনুমানিক বেলা ১১ টার দিকে মাদ্রাসার আরো ৮-১০ জন ছাত্র একসঙ্গে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে যান। কিন্তু সে সাঁতার না জানার কারণে গোসল করাকালীন সময়ে পানিতে ডুবে যায়।ওই সময় অন্যান্য ছাত্র সহ শিক্ষক দেখতে পেয়ে তাকে দ্রুত পানি থেকে উঠিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, মৃতের মা বাবা সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত