মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লব ও গোমস্তাপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জোবায়ের আহমেদের রহনপুর ইউনিয়নের মচকইল ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সাতকান্দ্রি গ্রামে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার রহনপুর ইউনিয়নের মচকইল স্টার পার্কের সামনে রহনপুর -সোনাইচন্ডী সড়কে মানববন্ধন করে তারা।এতে বক্তব্য রাখেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, এন্তাজ আলী, মোরসালিন,আবদুল মান্নানসহ অন্যরা।মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বিপ্লব ও তার দোসর জোবায়েরর ওই এলাকায় জমিদখল,গ্রামবাসীকে মারধর, চুরি,ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত