মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
১৭ জুলাই ২০২৫ বিকেলে কাঁচপুর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। মিছিলের পূর্বে কাঁচপুরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মো. মমিনুল হক সরকার।
জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান সমাবেশ পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমিনুল হক সরকার বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রভাব বিদ্যমান। তাদের চিহ্নিত করে অপসারণ না করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে না। জামায়াতে ইসলামীর প্রতীকে ভোট দিলে দেশে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া, আড়াইহাজার আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা এবং জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না উপস্থিত ছিলেন।
এছাড়া বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার আমির, থানা আমির, সেক্রেটারি, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত