ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে শুক্রবার (২৯ আগষ্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ৫নং বাকশিমইল ইউনিয়নের
খাড়োইল মাঠে বিকেল ৩ টার সময়ে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী রোপা আমন ধানে সার প্রয়োগ শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলার উপপরিচালক মোছাঃ উম্মে ছালমা।
মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মোঃ ছাইফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কৃষি মন্ত্রণালয়, সচিব, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত পরিচালক (মনিটরিং) ড. জামাল হোসেব, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, পবা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ এম.এ আব্দুল মান্নান।
সভায় প্রধান অতিথি বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষি সেবা ও ফসল উৎপাদন পরামর্শক হিসাবে কাজ করছে ‘খামারি’ অ্যাপ। কৃষক নিজ জমিতে দাঁড়িয়ে ‘খামারি’ অ্যাপ এর মাধ্যমে মোবাইলে তাৎক্ষনিকভাবে জমির জন্য উপযোগি ফসল চাষাবাদ, সার ও বালাইনাশক প্রয়াগের সুপারিশসহ অন্যান্য তথ্য সহজেই জানতে পারবে। সেই ফসলের জন্য সুপারিশকৃত সার প্রয়োগ করা হলে মাটির স্বাস্থ্য ভাল থাকবে, ফসলে রোগবালাই কম হবে, উৎপাদন বহুগুণ বাড়বে, কৃষক আর্থিকভাবে লাভবান হবে এবং খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৩ শতাধিকের অধিক কৃষক- কৃষাণী, সাংবাদিক, আইন-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপসহকারী কৃষি অফিসার ও স্টাফ বৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন রাজশাহী মেট্রোপলিটন বোয়ালিয়া কৃষি অফিসার ফারজানা হক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত