1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্র হামলাই করেনি পাকিস্তান: সিএনএন-কে ইসলামাবাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংবাদমাধ্যম সিএনএনকে পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, ইসলামাবাদের মিত্রদের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ভারতের আক্রমণের জবাব দিতে চায় না পাকিস্তান। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্যরা উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে সূত্রটি জানিয়েছে, ‘পাকিস্তান কূটনীতির জন্য সুযোগ দিচ্ছে।’ তিনি ভারতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘পাকিস্তান এখনো ভারতের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বা ড্রোন পাঠায়নি।’

এর আগে ভারতীয় কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তান ভারত এবং ভারত-শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীও ভারত এবং ভারত-শাসিত কাশ্মীরের ১৫টি স্থানে পাকিস্তানের হামলার বিষয়ে ‘একটি হাইপ তৈরি করার’ অভিযোগ করেছে। সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এটি একটি কল্পিত এবং সাজানো গল্প। আপনি এটি নিয়ে কেবল হাসতে পারেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট