মোঃ দেলওয়ার হোসেন, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
*২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য ছাগল পালনে বিশেষ ঋণ সুবিধা*
বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ছাগল পালনে আগ্রহী কৃষক ও খামারিদের জন্য বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করেছে। এ বছর কৃষিঋণের আওতায় ছাগল পালনের জন্য সর্বোচ্চ *১০ লাখ টাকা* পর্যন্ত ঋণ দেওয়া হবে, যার সুদহার মাত্র *৪%*।
নতুন নীতিমালা অনুযায়ী, একজন কৃষক বা খামারি সর্বোচ্চ *৫০টি ছাগল* পালনের জন্য এই ঋণ পাবেন। এছাড়া ছাগলের খামার তৈরিতে ঘর নির্মাণের জন্য এককালীন বিনিয়োগও কৃষিঋণের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে *৫০টির বেশি* ছাগল পালন করলে তা বাণিজ্যিক খামার হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে সাধারণ কৃষিঋণের সুবিধা প্রযোজ্য হবে না।
এবারের নীতিমালায় *নারী ও প্রান্তিক খামারিদের* অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে ঋণ বিতরণের তথ্য সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে তা জমা দিতে হবে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষিখাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে *৩৯ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় **১ হাজার কোটি টাকা* বেশি। দক্ষিণ এশিয়ায় কৃষি উৎপাদন ও ঋণ বিতরণে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে। নতুন এই ঋণ সুবিধা কৃষকদের আয় বৃদ্ধি ও পশুসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।