1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

‘কয়েক মিটার দূরেই ছিল হুমায়রা’, শেষ মুহূর্তের বর্ণনা দিলেন বাবা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
কফিনে শেষ চুমু দিয়ে হুমায়রাকে চিরবিদায় জানাচ্ছেন বাবা দেলোয়ার (সংগৃহীত ছবি)

 অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানি পাড়ায় কফিনে শেষ চুমু দিয়ে আদরের হুমায়রাকে চিরবিদায় জানিয়েছেন বাবা দেলোয়ার। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মো. সবুর রেজা, হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

গতকাল ‎সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় মাইলস্টোনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা (৯)। আজ (মঙ্গলবার) ভোরে তার মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের ছায়া।

‎জানা যায়, দেলোয়ার হোসেন মাইলস্টোন কলেজের বাংলা বিভাগের প্রভাষক। আর হুমায়রা এ স্কুলের শিক্ষার্থী। থাকেন রাজধানীর উত্তরাতে। প্রতিদিনের মতো সেদিনও বাবার সঙ্গেই স্কুলে গিয়েছিল হুমায়রা।

দেলোয়ার বলেন, মাত্র কয়েক মিটার দূরেই ছিল হুমায়রার ক্লাস। কিন্তু শেষ মুহূর্তে কিছুই করতে পারিনি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট