প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৮:৩০ এ.এম
কবর থেকে তোলা হচ্ছে গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ
অনলাইন নিউজ ডেক্স
গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রস্তুতি চলছে। এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এই তিনজনের মৃত্যু হয়।
এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হচ্ছে।
এর আগে গত বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।
গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে সকাল ১০টার দিকে লাশ তোলার কথা থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ম্যাজিস্ট্রেট এলেই শুরু হবে কার্যক্রম।
জানা গেছে, লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে আবার আজই পুনরায় লাশ দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত