1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৮, আহত শতাধিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের একটি অংশে আছড়ে পড়ে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় উদ্ধার কার্যক্রম।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট