1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

দেশের নানা প্রান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাড়ির টানে ও আত্মীয়-স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং ঈদ উল ফিতরের ছুটিতে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। শনিবার (২৯ মার্চ) খুব সকাল থেকেই উপজেলার শহরের দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাকযোগে ফিরছে মানুষ।

আমনুরা – নাচোল সড়কের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কে যানবাহন থেকে নেমে জেলার বিভিন্ন উপজেলায় সিএনজি, অটোরিকশা, পাটলা ভ্যান, ভুটভুটি করে ছুটছে মানুষ। এসব যাত্রীদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। এসব যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, এবার ঈদ যাত্রায় মহাসড়কে তেমন একটা যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘরে ফেরা মানুষের মধ্যে উপজেলার আখিলা গ্রামের রাজমিস্ত্রির আব্দুল খালেক বলেন, সামান্য যানজট কিছুটা বাড়িতে ফিরে আসতে একটু কষ্ট হয়েছে কিন্তু এ কষ্টকে কষ্ট মনে হয় না, ঈদের আনন্দ সেই কষ্টকে ছুঁতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট