মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ, ওয়াদূদ আলম, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ, ফরিদউজ্জামান,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলার সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন সাহা, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা: আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ,আমিনুল ইসলাম, বাবুল হক,শাহীন আলম, পুজা উদযাপন পরিষদ রহনপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মিঠু সরকারসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় জানানো হয় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
উল্লেখ্য যে উপজেলার ৩২ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত